Home > প্রবাস > ইতালির মিলানোতে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের ’পার্লামেন্ট হাউজ’
প্রবাস

ইতালির মিলানোতে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের ’পার্লামেন্ট হাউজ’

 

কামরুল হাসান নাজমুল, ইতালি থেকে: ইতালির উত্তর অঞ্চলে অবস্থিত সকল কুমিল্লা প্রবাসীদের উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে, ইতালির সর্ব ব্যস্ততম বাণিজ্যিক শহর মিলানোতে রূপ নিতে যাচ্ছে বৃহত্তর কুমিল্লা প্রবাসীদের বহুদিনের কাঙ্খিত “পার্লামেন্ট হাউজ”। ডেপুটি এবং সিনেট সংক্রান্ত ৫০ আসন বিশিষ্ট এই দ্বিকক্ষীয় সংসদীয় কাঠামোতে নারীদের ক্ষমতায়নের জন্যেও থাকবে সংরক্ষিত আসন । ২৭ জুন ২০১৬ ইং, মিলানস্থ স্থানীয় একটি অভিজাত হোটেলে জরুরী মিটিং ডেকে সাংবাদিকসহ উপস্থিত সকলের সম্মুখে এমনটাই জানালেন বৃহত্তর কুমিল্লা সমিতির বর্তমান প্রেসিডেন্ট রফিকুল ইসলাম দেওয়ান। উক্ত সভায় উপস্হিত ছিলেন এসোসিয়েশানের জেনারেল সেক্রেটারী মোহাম্মদ হানিফ শিপন , সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসিব আলম সেলিম এবং ভাইস প্রেসিডেন্ট আব্দুল খালেক রিন্টু। উল্লেখিত কুমিল্লা এসোসিয়েশানের উপদেষ্টা পরিষদের মোহাম্মদ শাহ আলম এবং বৃহত্তর কুমিল্লার কৃতিসন্তান আক্তার মিয়া বর্তমান সাংগঠনিক কর্মকান্ডকে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়ার জন্য ইতালি তথা সর্ব ইউরোপে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের সহযোগিতা কামনা করেন।