Home > বিনোদন > নিরবের বলিউড মিশন প্রশংসিত
বিনোদন

নিরবের বলিউড মিশন প্রশংসিত

 

শুভসকাল ডেস্ক : বলিউডের একটি ছবিতে অভিনয় করতে মাস চারেক আগে ভারতের বেঙ্গালুরু যান ঢালিউড অভিনেতা নিরব।

ভারতের বিভিন্ন স্থানে টানা এক মাসের বেশি সময় ধরে শুটিং শেষে দেশে ফিরেছেন তিনি। অবশেষে দেখা গেল নিরবের সেই পরিশ্রমের ফসলের এক ঝলক। নিরব অভিনীত বলিউডের সেই ছবির নাম ‘শয়তান’। সম্প্রতি প্রকাশ হয়েছে ছবিটির ট্রেইলার। দুই মিনিট ছয় সেকেন্ডের সেই ট্রেইলারে নিরবের উপস্থিতি প্রশংসিত হয়েছে। শুরুতে ছবির নাম ছিল ‘বালা’। পরে সেই নাম পরিবর্তন করা হয়।

একটি সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত ভৌতিক ধাঁচের ছবিটিতে নিরবকে একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে দেখা যাবে। ট্রেইলার দেখে বোঝা গেল, মারপিট ছাড়াও ছবিটিতে রয়েছে বেশ কিছু রোমান্টিক দৃশ্য। নিজের প্রথম বলিউডি সিনেমার ‘ফার্স্ট লুক’-এ উচ্ছ্বসিত নিরবও। তিনি বলেন, ‘আমার অভিনয়জীবনের জন্য এটা অনেক বড় একটা অনুপ্রেরণা। বিগ বাজেটের না হলেও বলিউড তো বলিউডই। ওদের বাজারটা বড় এবং সবকিছু আন্তর্জাতিক মানের। যত দিন কাজ করেছি, অনেক কিছু শিখেছি। এটা সত্যি দারুণ এক প্রাপ্তি। সবাই দোয়া করবেন, বাংলাদেশের চলচ্চিত্র ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে যেন অনেক দূর পৌঁছাতে পারি।’ ‘শয়তান’ ছবিতে নিরবের স্ত্রীর ভূমিকায় আছেন ভারতীয় অভিনেত্রী কবিতা রাধেশ্যাম। মনোবিজ্ঞানী চরিত্রে দেখা যাবে পাকিস্তানি অভিনেত্রী মীরা খানকে। এ ছাড়াও অভিনয় করেছেন আমিতা নানজিয়া, আসিফ বাসরা, ইতি আচারিয়া, শিশুশিল্পী বেবি তাসমিয়া। ‘শয়তান’ ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ফয়সাল সাইফ আর পরিচালক সামির খান। ফেইথ পিকচার্স প্রযোজিত ছবিটি শিগগিরই মুক্তি পাবে।