Home > বিনোদন > বিগ বাজেটের ছবিতে রোজ
বিনোদন

বিগ বাজেটের ছবিতে রোজ

 

জাকির হোসেন রাজু পরিচালিত ‘দবির সাহেবের সংসার’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় চিত্রনায়ক আসিফ ইমরোজের। ছবিটি ২০১৪ সালে মুক্তি পায়। এরপর আরো বেশ কিছু ছবিতে তিনি অভিনয় করলেও রাজুর ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। আবারো জাকির হোসেন রাজুর ছবিতে অভিনয় করতে যাচ্ছেন আসিফ। সম্প্রতি রাজুর নতুন ছবি ‘ভালো থেকো’তে যুক্ত হয়েছেন তিনি। ‘রাজু স্যারের সঙ্গে কাজ করে আমার কখনোই মনে হয়নি অভিনয় করছি। কারণ তিনি শিল্পীদের হাতে ধরে অভিনয় করান। রাজু স্যারের ছবিতে আবারো অভিনয় করার সুযোগ পেয়ে আমি উচ্ছসিত। ‘ভালো থেকো’ ছবিটির গল্প ত্রিভুজ প্রেমের। গল্পটা মন ছুঁয়ে যাওয়ার মত’, বললেন আসিফ ইমরোজ। ‘ভালো থেকো’ ছবিতে আরিফিন শুভ ও আসিফ ইমরোজের বিপরীতে অভিনয় করবেন তানহা তাসনিয়া। সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। চলতি মাসের শেষে ছবিটির শুটিং শুরুর কথা রয়েছে। ছবিটি প্রযোজনা করছে দি অভি কথাচিত্র ও নিউ জেন এন্টারটেইনমেন্টে।