Home > লাইফ স্টাইল > ‘র নেশন’-এর পোশাকে আকর্ষনীয় অফার
লাইফ স্টাইল

‘র নেশন’-এর পোশাকে আকর্ষনীয় অফার

 

শুভসকাল ডেস্ক : এই ঈদে বর্ণিল সাজে সেজেছে প্রিমিয়াম ক্যাটাগরির পোশাক ব্র্যান্ড ‘র নেশন’। ঢাকায় ‘র নেশন’-এর তিনটি আউটলেট (বনানীর ২৭ নং রোডের ১৫ নং বাড়ি, যমুনা ফিউচার পার্কের লেভেল ওয়ানের ১৫ ও ১৬ নং দোকান ও উত্তরা ১৩ নং সেক্টরের ১৩ নং রোডের ১ নং বাড়ি)-এ পাওয়া যাচ্ছে ছেলেদের ফ্যাশনেবল জিন্স, পাঞ্জাবী, শার্ট, টি শার্ট, জুতা, ওয়ালেটসহ সবকিছু।সাধ্যের মধ্যে মানস্মত পণ্য পাবেন এই শপে।