Home > লাইফ স্টাইল > হস্তশিল্পী থেকে ফ্যাশন ডিজােইনার রুহুল চৌধুরী
লাইফ স্টাইল

হস্তশিল্পী থেকে ফ্যাশন ডিজােইনার রুহুল চৌধুরী

 

মাসিদ রণ : দেশের সিনিয়র ফ্যাশন ডিজাইনারদের ভিড়ে নতুনদের জ্বলে ওঠার সুযোগ খুবই কম। তারমধ্যেও নিজেক খুব একটি ভালো অবস্থানে নিয়ে এসেছেন তরুন ডিজাইনার রুহুল চৌধুরী। শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন এন্ড ডিজাইনিংয়ে স্নাতক শেষ পর্যায়ে থাকলেও এরইমধ্যে নিজের মতো করে কাজে নেমে পড়েছেন এই মেধাবী ডিজাইনার।

রুহুল চৌধুরী বলেন, ‘ছোটবেলা থেকেই ডিজাইনিংয়ের প্রতি নেশা। শুরু করেছিলাম আমার গ্রামের বাড়ি রাজবাড়িতে ক্রাফটস-এর কাজ দিয়ে। সেখানের প্রত্যন্ত হস্তশিল্পীদের কাছ থেকে কাজ শেখার সুযোগ পেয়েছি। আর পড়াশুনার বিষয় হিসাবে ডিজাইনিং বেছে নেওয়ার পর একটু জেনে বুঝেই পোশাক ডিজাইন করছি। এতে করে আমার পোশাকের কাটিং ও প্যাটার্ণে যেমন বৈচিত্র আনতে পারি তেমনি হস্তশিল্পের কারুকাজ জানা থাকায় মনের মতো করে কাপড়ের ওপর তা বসাতে পারি। এজন্য আমার প্রতিটি কাপড় সবার থেকে আলাদা হয়।’

ডিজাইনিং নিয়ে সূদুরপ্রসারী পরিকল্পনা রয়েছে এই ডিজাইনারের। তাইতো ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে খুলেছেন নিজস্ব ব্রান্ড ‘ইন-টোটো’। ‘ইন-টোটো’ একটি ফরাসি শব্দ যার ইংরেজি অর্থ হচ্ছে ইন টোটাল। নিজের ব্র্যান্ডের এমন নামকরন প্রসঙ্গে রুহুল বলেন, ‘বর্তমানে আমার ব্র্যান্ড ইন-টোটো অনলাইনে জনপ্রিয় হলেও এখানে কেবল পোশাক পাওয়া যাচ্ছে। কিন্তু আমার ভবিষ্যত পরিকল্পনা হলো এই ব্র্যান্ডের আওতায় পোশাক, গয়না, জুতা, বেল্ট, এক্সেসরিজসহ ইন টোটাল সব পাওয়া যাবে, তাই এমন নামকরন।’

রুহুলের কিছু উল্লেখযোগ্য কাজ হলো-মাছরাঙা টিভিতে টানা ৩ বছর হস্তশিল্প শিক্ষা বিষয়ক অনুষ্ঠান ‘শৈলী’ ও দেশ টিভিতে ‘দূরপাঠ’-এর ১১ এপিসোড, এটিএন বাংলার ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান ‘ট্রেন্ড’ ও দেশ টিভির ‘স্টাইল এন্ড ফ্যাশন’ অনুষ্ঠানের ৩ পর্ব, ঢাকা ও চট্টগ্রামে ব্রাইডাল ফ্যাশন শো ইত্যাদি। বর্তমানে নিজের ব্র্যান্ড ইন-টোটো, টিভি প্রোগ্রাম, ফ্যাশন শো ও পড়াশুনা নিয়ে ব্যস্ত আছেন রুহুল। শিগগিরই বিজ্ঞাপন ও চলচ্চিত্রের পোশাক পরিকল্পনার কাজ হাতে নেবেন বলে জানালেন রুহুল চৌধুরী।