বিনোদন

আগামীকাল গান নৃত্য কাব্যে ‘এবং রবীন্দ্রনাথ’


শুভ সকাল ডেস্কঃ বাংলা নববর্ষ ১৪২২ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বাংলাদেশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করছে সঙ্গীতানুষ্ঠান ‘এবং রবীন্দ্রনাথ’। গান, কাব্যপাঠ ও নৃত্যের এই ব্যতিক্রমধর্মী আয়োজনে অংশগ্রহণ করছেন কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুটি সৌম্যজিত-সৌরেন্দ্র। তাঁদের সঙ্গে গাইবেন বাংলাদেশ থেকে রবীন্দ্র সঙ্গীতশিল্পী স্বপ্নীল সজীব। কাব্যপাঠ করবেন গুণী অভিনেত্রী শম্পা রেজা ও বাচিকশিল্পী সামিউল ইসলাম পোলাক। কথাকলী নৃত্য পরিবেশন করবেন ভারতের বিখ্যাত নৃত্যশিল্পী কলামন্ডালম গৌতম। চমক হিসেবে আরও থাকছে দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ও জনপ্রিয় নৃত্যশিল্পী চাঁদনীর নাচ।

এ আয়োজনে রবীন্দ্র পূর্ববর্তী ও পরবর্তী কিছু সাদৃশ্যসম্পন্ন গান কবিতা ও চিন্তাকে এক করে একটি নিরীক্ষাধর্মী সঙ্গীতালেখ্য রচনা করা হয়েছে। রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে থাকছে একগুচ্ছ রাগ সঙ্গীত, ঠুমরী, গজল, নজরুলগীতি। কাব্যে রবীন্দ্রনাথের কৃষ্ণকলির সঙ্গে আছে শেক্সপিয়রের ব্লাকলেডী সনেট, প্রকৃতিপ্রেমী ওয়ার্ডওর্থস ও পথপ্রদর্শক গিবরান এর লেখা।

আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে।