বিনোদন

এবার জসিম সপ্তাহ


প্রয়াত চিত্রনায়ক ও দেশীয় চলচ্চিত্রের নিবেদিত প্রাণ বীর মুক্তিযোদ্ধা জসিম। প্রায় ২ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন বাংলা চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক জসিম। এটিএন বাংলায় আগামীকাল থেকে প্রচার হবে চিত্রনায়ক জসিম অভিনীত মোট ৬টি ছায়াছবি। (২১ ফেব্রুয়ারি বিশেষ ছায়াছবি থাকায় ওইদিন জসিম অভিনীত ছায়াছবি প্রচার হবে না)। আজ থেকে পরবর্তী ছয় দিন চলচ্চিত্রগুলো রোব থেকে বুধবার সকাল ১০টা ৪০ মিনিট এবং বৃহস্পতি থেকে শনিবার দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে। ছবিগুলো হলো-মোতালেব হোসেন পরিচালিত ‘আদিল’, ফজলে আহমেদ বেনজীর পরিচালিত ‘ওমর আকবর’, দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘গরিবের সংসার’, হাফিজ উদ্দিন পরিচালিত ‘অবদান’, মনোয়ার খোকনের ‘জিদ্দি’ এবং এ জে মিন্টু পরিচালিত ‘ন্যায় অন্যায়’। উল্লেখ্য, চলতি মাসের প্রথম সপ্তাহে প্রচার হয় নায়করাজ রাজ্জাক অভিনীত বাংলা ছায়াছবি এবং দ্বিতীয় সপ্তাহে প্রচার হয় চিত্রনায়িকা শাবনূর অভিনীত ছায়াছবি।