আন্তর্জাতিক

দিল্লি নির্বাচন: দ্বিগুণ শক্তি নিয়ে ফিরলেন কেজরিওয়াল


ভারতীয় জনতা দলের (বিজেপি) মুখপাত্র শাইনা নানা চুডাসামা (শাইনা এনসি) বলেছিলেন বুথ ফেরত জারিপ অনেকক্ষেত্রেই সঠিক হয় না।

উদাহরণ হিসেবে গত বছর ভারতের জাতীয় নির্বাচনে বিজেপি’র নিরঙ্কুশ বিজয়ের বিষয়টি বুথ ফেরত জরিপে প্রকাশ পায়নি বলে শনিবার এনডিটিভিকে জানিয়েছিলেন তিনি।

দিল্লির বিধানসভার নির্বাচনের ক্ষেত্রেও শাইনার দাবিটি সঠিক, তবে যে ফল হতে যাচ্ছে তা অনুমান করে শাইনা ওই কথাটি বলেননি। নিজ দল বিজেপি নিয়ে আশাবাদ ধরে রাখতেই দিল্লির নির্বাচনী স্রোতের বিরুদ্ধে ওই কথা বলেছিলেন তিনি।

শনিবার দিল্লির নির্বাচন চলাকালে বেশ কয়েকটি উল্লেখযোগ্য বুথ ফেরত জরিপের ভিত্তিতে এনডিটিভি জানিয়েছিল, দিল্লি বিধানসভার ৭০টি আসনের মধ্যে আম আদমি পার্টি (এএপি) ৪২টির মতো আসন পেতে যাচ্ছে।

কিন্তু সব জরিপের পূর্বাভাসকে ছাপিয়ে মঙ্গলবার অরবিন্দ কেজরিওয়ালের এএপি ৭০টি আসনের মধ্যে ৬৭টি করায়ত্ত করেছে। অন্যদিকে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর বিজেপি মাত্র ৩টি আসনে জিতেছে।

ঠিক কেন্দ্রীয় নির্বাচনের মতোই হল রাজধানী দিল্লির নির্বাচনী ফলাফল। কেন্দ্রে যেমন সংখ্যাগরিষ্ঠ বিজেপি’র মোকাবিলা করার মতো কোনো শক্তিশালী বিরোধী অবস্থান নেই, দিল্লি বিধানসভায়ও এএপি’র বিরোধিতা করার মতো কার্যত কোনো বিরোধী দল থাকছে না।

ভারতজুড়ে মোদী নিশান উড়িয়ে উড়তে থাকা বিজেপি’র জন্য দিল্লির ফলাফল দুঃস্বপ্নের মতো।

মাত্র নয়মাস আগে দিল্লির লোকসভার সাতটি আসনেই জয় পেয়েছিল বিজেপি প্রার্থীরা, ২০১৩’র ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভার নির্বাচনে ৩১ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠ দল হয়েছিল।

অপরদিকে মাত্র ১৩ মাস আগেও দিল্লির ক্ষমতায় থাকা কংগ্রেস দিল্লির বিধানসভা থেকে মুছে যাচ্ছে, দলটি একটি আসনও পায়নি।

কংগ্রেসের সমর্থন নিয়ে সংখ্যালঘু সরকার হিসেবে ৪৯ দিন দিল্লির ক্ষমতায় থাকার পর ঠিক এক বছর আগে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন কেজরিওয়াল।

এক বছর পর স্বপ্নের মতো জয়ে দ্বিগুণ শক্তি নিয়ে ফিরলেন তিনি। এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে শক্তিশালী সরকার গঠন করবেন ৪৬ বছর বয়সী কেজরিওয়াল।

এরই মধ্যে কেজরিওয়ালকে অভিনন্দন জানিয়ে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। নিজ ট্যুইটার একাউন্টে লিখেছেন, “অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে কথা বললাম ও জয়ের জন্য তাকে অভিনন্দন জানালাম। দিল্লির উন্নয়নে কেন্দ্রের সম্পূর্ণ সমর্থনের বিষয়ে তাকে আশ্বস্ত করেছি।”

পশ্চিম দিল্লির প্যাটেল নগরে এএপি’র দপ্তর থেকে এনডিটিভিকে কেজরিওয়াল বলেছেন, “এ জয় জনতার। আমি জনতার মুখ্যমন্ত্রী হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম দায়িত্ব হিসেবে ‘ঘুষ’ও ‘ভিআইপি সংস্কৃতি’ বন্ধ করার কথা বলেছেন ‘আম আদমি’ কেজরিওয়াল।