বিনোদন

প্রচারনায় ‘ছুঁয়ে দিলে মন’


প্রেম, ঘৃনা, ভালোবাসা ও প্রতিশোধের ছবি ‘ছুঁয়ে দিলে মন’। আসছে ১০ এপ্রিল শিহাব শাহীনের প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’ মুক্তি পাচ্ছে। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন এশিয়াটিক ধ্বনি-চিত্র এবং মনফড়িং। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ছবি মুক্তি উপলক্ষে সংবাদ মাধ্যমের সামনে হাজির হন ছবি সংশ্লিষ্টরা। অনুষ্ঠানের শুরুতে এশিয়াটিক ধ্বনি-চিত্রের কর্মকর্তা তাহসিন রহমান জানান, ‘ছুঁয়ে দিলে মন’ ছবির গানগুলো শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে। মুঠোফোনেও গানগুলোর প্রতি শ্রোতাদের সাড়া ফেলেছে। ছবির গানের অ্যালবামটি দেশের বাইরেও বাজারজাত করছে জিরোনা বাংলাদেশ।’ তিনি আরও জানান, দেশের বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকদেরকেও দেখানো হচ্ছে ছবির ট্রেলার।’ chuye path

এরপর ছবির পরিচালক শিহাব শাহীন বলেন, ‘রোমান্টিক ঘরণার গল্প নিয়ে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি তৈরি করেছি।

আমরা এরইমধ্যে ৪০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তির জন্য বরাদ্ধ হয়েছে। আশা করছি আরও বেশকিছু প্রেক্ষাগৃহ যোগ হবে। আশা করছি আমার এই ছবিটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।’

‘ছুঁয়ে দিলে মন’ ছবির নায়ক আরেফিন শুভ বলেন, ‘সম্পূর্ণ মৌলিক গল্প নিয়ে ছবিটি তৈরি হয়েছে। ছবির কাহিনী, সংলাপ এবং গান সবকিছুতেই নতুত্ব আছে। আমি এ পর্যন্ত যে কটি ছবি করেছি এরমধ্যে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটিতে কাজ করে আমি সন্তুষ্ট। আমার দর্শকরা ছবিটি দেখে সত্যিই বিনোদিত হবে।’

ছবির নায়িকা চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। তিনি বলেন, ‘এটি আমার তৃতীয় সিনেমা। অনেক যতœ নিয়ে ছবিটি তৈরি করেছেন পরিচালক। ছবির কাহিনী এবং গানগুলো দর্শকের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। আমি চেষ্ঠা করেছি আমার অভিনীত চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার।’

বক্তব্যর পালা শেষে গনমাধ্যম কর্মীদের ছবির ট্রেলার দেখানো হয়। ট্রেলার দেখে উপস্থিত সবাই মুগ্ধ হন। দর্শকদেরকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘ছুঁয়ে দিলে মন’ ছবিটি দেখার আহ্বান জানান ছবি সংশ্লিস্টরা

‘ছুঁয়ে দিলে মন’ ছবিতে আরেফিন শুভ ও জাকিয়া বারী মম ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, আলীরাজ, মিশা সওদাগর, মাহমুদুল ইসলাম মিঠু, খালেকুজ্জামান, সুষমা সরকার, নওশাবাসহ আরও অনেকে।

এই চলচ্চিত্রটিতে গান রয়েছে ৬টি। গানগুলে লিখেছেনÑ মারজুক রাসেল, সাজু খাদেম, শাহান কবন্ধ, সিরাজুম মনির ও সোমেশ্বর অলি। সুর করেছেন হাবীব ও সাজিদ সরকার। কণ্ঠ দিয়েছেন হাবীব, তাহসান, কনা, ইমরান, শাকিলা সাকি, শাওন ও নির্জো হাবিব।