শুভ সকাল ডেস্কঃ শুধুমাত্র পুরুষের ফ্যাশন নিয়ে কাজ করা ব্র্যান্ডগুলোর মধ্যে ‘র নেশন’ অন্যতম। ক্রেতাদের ব্যাপক চাহিদা পূরণে প্রতিনিয়ত নতুন শোরুম খুলছে প্রিমিয়াম ক্যাটাগরির এই পোশাক ব্র্যান্ডটি।
এরই ধারাবাহিকতায় এবার মিরপুরে ব্র্যান্ডটির নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ৫ নম্বর গেটের উল্টো দিকে নতুন এই শাখাটির অবস্থান।
গত শুক্রবার কেক কেটে নতুন শাখার উদ্বোধন করেন ‘র নেশন’-এর সিইও সাইফ আহমেদ রুমি, জাতীয় ক্রিকেট দলের দুই তারকা রনি তালুকদার ও নাজমুল ইসলাম অপু, জনপ্রিয় র্যাম্প মডেল রাজসহ অনেক মডেল।
মিরপুরে নতুন শাখা উদ্বোধনের পরই ক্রেতাদের জন্য বড় অফার ঘোষণা করেছে ‘র নেশন’। প্রথম সপ্তাহে এই শাখায় মিলবে ৫০% পর্যন্ত ছাড়। জনপ্রিয় ফ্যাশন হাউস ‘র নেশনে’র এক ছাদের নিচে ছেলেদের যাবতীয় পোশাক, জুতা, বেল্ট এবং এক্সেসরিজ পাওয়া যায়।