বিনোদন

চ্যানেল অাইতে বইমেলা সরাসরি


প্রতিবারের মতো এ বছরও বাংলা একাডেমি থেকে প্রতিদিন অমর একুশের বইমেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এ আয়োজনের বিস্তারিত জানাতে রবিবার দুপুরে চ্যানেলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার, বইমেলা সরাসরি অনুুষ্ঠানের প্রধান উপস্থাপক লুৎফর রহমান রিটন।

সংবাদ সম্মেলনে শামসুজ্জামান খান বলেন, ‘১৯৮৪ সাল থেকে বাংলা একাডেমি বইমেলা অনুষ্ঠিত হয়ে আসছে। সেই সময় যদি চ্যানেল আই থাকতো, তাহলে মেলার তাৎপর্য আরও ব্যাপক আকারে জনসাধারণের কাছে পৌঁছে যেত। অার এ বছর বিশ্বের ১২টি দেশ অংশ নিচ্ছে।’

শাহ আলম সারওয়ার বলেন, ‘আইএফআইসি ব্যাংক কয়েক বছর ধরেই বইমেলা সরাসরি অনুষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত। সত্যি কথা, এটা ভাবতেও আমাদের অনেক ভালো লাগে। কারণ এ ধরণের কাজের পৃষ্ঠপোষকতা করাটাও অনেক আনন্দের।’

লুৎফর রহমান রিটন বলেন, ‘যখন বইমেলায় আসতে পারতাম না, তখন চ্যানেল আইয়ের মাধ্যমে মেলাটি উপভোগ করেছি। অার এখন আমি প্রতি বছর শুধু এ মেলার টানেই কানাডা থেকে ছুটে আসি।’