Uncategorizedবিনোদন

প্রেমবাজ অপু


অনেকেরই কমবেশি প্রেমে পড়ার অভিজ্ঞতা আছে। আর ঢালিউডের অপু বিশ্বাস শুধু প্রেমে পড়েননি রীতিমত প্রেমবাজিও করেন। তবে বাস্তবে নয়। বদিউল আলম খোকনের নতুন ছবি ‘প্রেমবাজ’এ তাঁকে দেখা যাবে এমন চরিত্রে। এতে তাঁর নায়ক বরাবরের মতো শাকিব খান। আর এটি প্রযোজনাও করছেন শাকিব নিজে। তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান এসকে প্রোডাকশন থেকে এ বছর দুটি ছবি বানানোর কথা। ইতোমধ্যে দুটিরই নাম চূড়ান্ত করেছেন তিনি। অন্য ছবিটির নাম ‘লাগাম’। এটি পরিচালনা করবেন শামীম আহমেদ রনি। এতেও অপুকে দেখা যাবে। সেই সঙ্গে নতুন দুজন নায়িকাও থাকবে এ ছবিতে।

শাকিব বলেন, ‘নতুন নায়িকাদের সম্পর্কে এখনি কিছু জানাতে চাই না। কারণ এখনও কাউকে চূড়ান্ত করিনি। শিগগিরই তাঁদের নাম ঘোষণা করব।’