Uncategorized

রায়হান উল্লাহ’র গুচ্ছ কবিতা (শিরোনামহীন-১)


শিরোনামহীন-১

 

মুঠো মুঠো লাগামহীন দুঃখ পথ

শূন্য বায়ু ছায়ারেখায় জয় রথ

চেনা চেনা মায়ারেখায় কর্ণ ফাঁদ

সাদা কালো সীমারেখায় মম হাত

আলো থালো ভালোবাসার মায়া জাল

ঢলে দলে দিনানিপাতে দেখ ভাল

মূলে তুলে মরণশীল কথা দান

রীতে হিতে যতনশীল কায়া গান

কবে যবে ঝলকানিতে সাদা পাঠ

মম চিতে বিশেষায়িত ভরা মাঠ

গত যত বাধনহারা ভাব লেশ

শত নত তীলকরেখা বাহ বেশ