বিশ্বের অনেক স্থানেই এখনো বিদ্যুতের আলো পৌঁছায়নি। স্বল্পব্যয়ে তাদের জন্য পরিবশেবান্ধব বাতি নিয়ে এসেছে সাস্টেইনেবল অল্টারনেটিভ লাইটিং-সল্ট (Sustainable Alternative Lighting-SALT) নামের একটি প্রতিষ্ঠান। নামের মতো তারা ব্যবহারও করছে লবণ। তারা এমন এক বাতি বাজারে এনেছে যেটা এক গ্লাস পারি ও দুই চামচ লবণের সাহায্যে জ্বলতে পারবে আট ঘণ্টা! এছাড়া চার্জ দেওয়া যাবে সেল ফোনও।
কোনোরকম ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য কিংবা জটিল প্রযুক্তি ছাড়াই চলতে পারা এই পরিবেশবান্ধব বাতি জ্বলবে সমুদ্রের পানি দিয়েও। তাই উপকূলবর্তী মানুষগুলো খুব সহজেই এই বাতি ব্যবহার করতে পারেন।
প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়, পরিবেশের কথা চিন্তা করেই তাদের এমন উদ্যোগ। এতে করে খুব অল্পখরচেই বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। বিশেষ করে উপকূলবর্তী এলাকায়। সল্ট ল্যাম্প দিয়ে ফোন চার্জ দেওয়াও সম্ভব। শুধু ইউএসবি ক্যাবল দিয়েই খুব সহজেই চার্জ দেওয়া যাবে বলেও ওয়েবসাইটে জানানো হয়।
ওয়েবসাইটে আরো বলা হয়, সমুদ্র আসলে বৈদ্যুতিক যেকোনো কিছুই চার্জ দিতে সক্ষম। আমরা শুধু সেই ক্ষমতাই ব্যবহার করছি।
You must be logged in to post a comment.