প্রথম টেস্টজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বর্তমানে জাতীয় দলের একজন নির্বাচক। সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন ‘খেলার মাঠে’র সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন … ইফতেখার শুভ
খেলার মাঠে: সামনেই তো বাংলাদেশের ব্যস্ত সূচি, দল কেমন করবে?
হাবিবুল বাশার: হ্যাঁ, জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ, এরপর এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপ। যেহেতু দল ধারাবাহিক ভালো পারফরমেন্স করছে, আশা করি এটা অব্যাহত থাকবে।
খেলার মাঠে:যেহেতু দল বড় একটা সময় টি২০ খেলবে, নতুন কোনো টি২০ স্পেশালিস্ট সুযোগ পাবে?
হাবিবুল বাশার: এখনই কিছু বলতে পারছি না। সময়ই বলবে কে খেলবে আর কে খেলবে না। তবে আবু হায়দার রনি বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) ভালো করেছে। দল নির্বাচন নিয়ে এখনই কিছু বলতে চাই না।
খেলার মাঠে:এবারের বিপিএল কেমন হলো?
হাবিবুল বাশার:খুবই ভালোভাবে শেষ হয়েছে। ব্যবস্থাপনা ছিল অনেক ভালো। সামনের আয়োজনগুলো আরও জমজমাট হবে।
খেলার মাঠে: নতুন কোনো ক্রিকেটারের খেলা কী ভালো লেগেছে?
হাবিবুল বাশার: অনেক নতুন খেলোয়াড়ই ভালো করেছে। সে সঙ্গে পুরনোদের পারফরমেন্সও ছিল সন্তোষজনক। তবে বিপিএলই ভালো-খারাপ প্রমাণের একমাত্র প্ল্যাটফর্ম নয়।
খেলার মাঠে: নির্বাচক হিসেবে দলের সঙ্গে কতদিন আছেন?
হাবিবুল বাশার: আগামী বছরের জুন পর্যন্ত থাকব বলে আশা করছি।
খেলার মাঠে: আপনাদের সময়ের দল আর বর্তমান দল সম্পর্কে কিছু বলুন…
হাবিবুল বাশার: দেখুন, এটা নিয়ে কিছু বলতে চাই না। একেকটা দল একেক সময় খেলে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে সব সময়ই ভালো করবে এটা আশা করা ঠিক নয়। তবে বর্তমান দল সেরা, এতে কোনো সন্দেহ নেই।