শুভ সকাল ডেস্কঃ ‘কায়ারা’ একটি মাল্টিফ্যাশন ব্র্যান্ড স্টোর। এখানে দেশের তরুণ মেধাবী ডিজাইনারদের আলাদা আলাদা ক্লজেট রয়েছে। গত ৪ মে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘কায়ারা’র ৪র্থ শাখার উদ্বোধন হয়ে গেল। এটি উওরার ১৩ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের বিপরীতে তিন হাজার স্কয়ার ফিটের বিশাল বড় একটি শাখা।
উদ্বোধনী অনুষ্ঠানে ‘কায়ারা’র স্বত্তাধিকার আইরিন হক আইভি, লাক্স তারকা বাঁধন, র্যাম্প কুইন সৈয়দ রুমাসহ জনপ্রিয় তারকারা উপস্থিত ছিলেন। রুমার কোরিওগ্রাফিতে এক বর্ণাঢ্য ফ্যাশান শোর মাধ্যেমে ‘কায়ারা’য় অবস্থিত সমস্ত ডিজাইনারের ঈদ কালেকশন দেখানো হয়। এ শাখায় পাওয়া যাবে ডিজাইনার ড্রেস, শাড়ি, বোরখা, ওয়েস্টার্ন ড্রেস, সু, জুয়েলিার ও কসমেটিকস।
উল্লেখ্য, ‘কায়ারা-দ্যা মাল্টি ফ্যাশান ব্র্যান্ড স্টোর’ ২০১৬ সালে ১৫ জন নারী ডিজাইনার নিয়ে ঢাকার বাননীতে প্রথম যাত্রা শুরু করে। ধানমন্ডিতে আরও ২০ জন নারী ডিজাইনার ও উদ্দোক্তা নিয়ে গড়ে ওঠে ২য় শাখা। এরপর চট্রগ্রামে ২১ জন নারী ডিজাইনার নিয়ে গড়ে ওঠে ‘কায়ারা’র ৩য় শাখা।
আর উওরার নতুন শাখায় রয়েছে হুর বাই সৌমিন আফরিন, আরশি, জেবিনস, ভোগ ক্যাসিটা বাই হিমা আফরিন, ওমেন্স ড্রেসিডেল, টিয়ারা বাই শাম্মা সালওয়া, ট্রায়েঙ্গেল, চেরিস, দৃষ্টি এ হাসান, হার সুজ, রিভাস যে ফ্যাশান বার, জে সিস ক্রিয়েশন, অউটফিট জোন, ইন্সেমবেল বাই হিয়া, তাসনিয়া বিডি, এ্যাটায়ার বাই রেহেনুমা, ইনডো শপ, ইস্টাইলিশ আবায়া, দ্যা ক্লসেট ক্লাউড, কাড রিজ এ্যান্ড গুলনার, জানাস ডিভাইন, রোজবেলা, রোজরি, ডেজেল লেডি, হাইভ, ফ্যাশান ক্রিয়েশান, ফেমিনিজ, মানহা বুটিক, ক্লসেট দে টাটিয়ানা ও দেশিয়ানা।
You must be logged in to post a comment.