এভিয়েশন

ঢাকা- বরিশালের আকাশে আসছে নভো এয়ার

ঢাকা-বরিশাল আকাশপথে আসছে বেসরকারি বিমান ‘নভো এয়ার’। আগামী বছরের জানুয়ারি থেকে এ বিমান সার্ভিস যাত্রীসেবায় নামছে বলে জানিয়েছেন বরিশাল বিমানবন্দর কর্তৃপক্ষ। ইতিমধ্যে তারা বরিশালে অফিস নেয়ার প্রস্তুতিও সম্পন্ন করেছে। তারা সপ্তাহে ৭ দিনই আকাশপথে যাত্রীসেবা দেবে বলে জানা গেছে। বরিশাল বিমানবন্দরের ব্যবস্থাপক হানিফ গাজী জানান, বেসরকারি সংস্থা ‘নভো এয়ার’ ঢাকা-বরিশাল রুটে নিয়মিত ফ্লাইট দেয়ার পরিকল্পনা রয়েছে। নভো এয়ারের মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার একেএম মাহফুজুল আলম পলাশ জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে নভো এয়ার যাত্রা শুরু করবে।