বর্তমানে ঢাকার যে ক’জন তরুণ ফ্যাশন ডিজাইনার কাজ দিয়ে সবার মনে জায়গা করে নিচ্ছেন তাঁদের মধ্যে অন্যতম ওয়ালি আহমেদ সুজন। তিনি দেশীয় ও পাশ্চাত্য সব ধরনের পোশাক ডিজাইনে এনেছেন নতুনত্বের ছোঁয়া। তাই তো এবার দেশের গ-ি পেরিয়ে তাঁর ডাক পড়ল ‘নেপাল ফ্যাশন ইউক’-এ। আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত এ ফ্যাশন ইউকের জন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন এই তরুণ প্রতিভাবান ডিজাইনার। এই ফ্যাশন উইকে ওয়ালি তুলে ধরবেন আমাদের দেশের ঐতিহ্যবাহী গ্রামীন চেককে। গ্রামীন চেক দিয়ে নানা দৃষ্টিনন্দন ও রুচিশীল সব পোশাক দিয়ে নেপালকে চমকে দেওয়াই তাঁর লক্ষ্য। শুধু নেপাল নয়, এর আগে লন্ডনের দুটি ভিন্ন শোতে তিনি দেশীয় কাতান ও মসলিন দিয়ে পোশাক ডিজাইন করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। তাছাড়া ‘ইউ গট দ্যা লুক’, ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায়ও তাঁর পোশাক পরে হাটেন প্রতিযোগীরা।
এদিকে আসছে পহেলা বৈশাখের আগের দিন অর্থাৎ ১৩ এপ্রিল ওয়ালির প্রতিষ্ঠান ‘ওয়ালিজ অ্যাসোসিয়েট’ আয়োজন করছে তিনিসহ দেশের আরও চারজন জনপ্রিয় ফ্যাশন ডিজাইনারের পোশাক নিয়ে বর্ষবরণ উৎসব। এখানে দেশের জনপ্রিয় সব র্যাম্প মডেলরা ক্যাটওয়াক করবেন। এ ছাড়া ‘ওয়ালিজ অ্যাসোসিয়েট’ নামে গ্রীন রোডে তাঁর একটি স্কুল রয়েছে যেখানে সেলিব্রেটিদের মাধ্যমে ক্লাস করানো হয় মডেল তৈরির জন্য। এই প্রতিষ্ঠানের সার্বিক সহযোগিতা করে সিমুড ইভেন্ট। আসছে শক্রবার এখানে ক্লাস নেবেন ফ্যাশন আইকন শম্পা রেজা।
You must be logged in to post a comment.