বিনোদন

না ফেরার দেশে যেতে চান হ্যাপী!


Happy005আলোচিত চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপী না ফেরার দেশে যেতে চান। তিনি গত বুধবার তাঁর ফেসবুকের মাধ্যমে এ কথা জানান। সেদিন সকাল ১১টা ২৩ মিনিটে ফেসবুকে পোস্ট করা হ্যাপীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘কাউকে ভালোবাসা যদি অপরাধ হয়, তাহলে আমি একজন বড় অপরাধী- যার সাজা আমি পাচ্ছি! ধন্যবাদ আমাদের এই সুন্দর সমাজকে। আর ধন্যবাদ রুবেল তোমাকে। তুমি বুঝিয়ে দিলে ক্রিকেটার হওয়ার মানে হলো ভালোবাসার অভিনয় করে একটা মেয়ের জীবনকে নষ্ট করে অনুতপ্ত না হয়ে অন্য কাউকে বিয়ে করার স্বাধীনতা নেওয়া। ধন্যবাদ জানাই তোমাকে। ভালো থাকো। অনেক দোয়া রইল তোমার জন্য। আল্লাহকে বলছি তিনি যেন তোমাকে মাফ করে দেন। আমার চোখের পানি যেন তোমার জীবনে অভিশাপ হয়ে না আসে।’

ফিলিং অপশনে তিনি লিখেন, ‘আমাকে নিয়ে সবার আলোচনা-সমালোচনাকে ধিক্কার জানিয়ে না ফেরার দেশে চলে যেতে চাই। আমিন’