জেনে নিনমিডিয়াসংবাদ

রাশিয়ায় ৭ হাজার টিভি চ্যানেল!


রাশিয়ার আয়তন প্লুটো গ্রহের থেকেও বেশি। এটা তো সবারই জানা। কিন্তু এটা জানেন কী, এই রাশিয়াতেই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টিভি চ্যানেল আছে। সাম্প্রতিক এক সমীক্ষায় প্রকাশ রাশিয়ায় ৭ হাজারেরও বেশি টিভি চ্যানেল আছে। তার মধ্যে বিনোদনমূলক চ্যানেলের সংখ্যাই নাকি ২ হাজারেরও বেশি।

তারপর আছে কিডস চ্যানেল, মুভি চ্যানেল, ফ্যাশান অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেল। তবে সবচেয়ে জনপ্রিয় হল খবরের চ্যানেল। এ ছাড়া দেশের ৩৫টি ভাষায় রয়েছে নানা আঞ্চলিক চ্যানেল। রাশিয়ার সবচেয়ে জনপ্রিয় টিভি চ্যানেল টিএনটি, গড়ে প্রতিদিন যার দর্শক ১৩ লক্ষ। জনসংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় দেশ চিনে টিভি চ্যানেলের সংখ্যা রাশিয়ার প্রায় অর্ধেক। ভারতে স্বীকৃত টিভি চ্যানেলের সংখ্যা ১৪০০-এর মত।

কোন দেশে কটি টিভি চ্যানেল আছে
রাশিয়া-৭,৩০৬টি
চিন-৩,২৪০টি
আমেরিকা-২,২১৮টি
ভারত-১,৪০০টি
ইউক্রেন-৬৪৭টি