সংবাদ

অন্য ব্যাংকের এটিএম ব্যবহারে চার্জ ২০ টাকা


এক ব্যাংকের গ্রাহকের অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করলে ২০ টাকা চার্জ (ভ্যাটসহ) দিতে হবে। একইভাবে স্থিতি অনুসন্ধান (ব্যালেন্স) ও ক্ষুদে বিবরণী ( মিনি স্টেটমেন্ট) জানতে ভ্যাটসহ ৫ টাকা চার্জ নেওয়া হবে।

চার্জের এই টাকা কার্ড ইস্যুকারী ব্যাংক এটিএম সেবা প্রদানকারী ব্যাংকে পরিশোধ করবে। আগামী ১ ফেব্রুয়ারি থেকে এ নিদের্শনা কার্যকর হবে।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক কেএম আব্দুল ওয়াদুদ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন একটি জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, কার্ড ইস্যুকারী ব্যাংক গ্রাহকের কাছ থেকে টাকা উত্তোলনের চার্জ বাবদ ১৫ টাকার বেশি আদায় করতে পারবে না। স্থিতি অনুসন্ধান ও ক্ষুদে বিবরণী চার্জ (ভ্যাটসহ) ৫ টাকা দিতে হবে গ্রাহককেই।