Uncategorized

৫০% ছাড় দিচ্ছে র নেশন

শুভ সকাল ডেস্কঃ ছেলেদের ফ্যাশন ব্র্যান্ড ‘র নেশন’ সব সময় অন্যদের চেয়ে ব্যতিক্রম ডিজাইন নিয়ে আসে। তাই তো অল্প সময়ের মধ্যে ফ্যাশনেবল মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ব্র্যান্ডটি।

‘র নেশন’-এর ভক্তদের জন্য দারুণ সুখবর। এই ব্র্যান্ডের সব পোশাকে ফ্ল্যাট ৫০% ছাড় দেওয়া হয়েছে। এই অফার শুরু হবে বৃহস্পতিবার থেকে। জিনস, শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, শর্টসসহ ‘র নেশন’-এর সব নিজস্ব পণ্যে এই ছাড় প্রযোজ্য।

ব্র্যান্ডটির বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সীমান্ত স্কয়ার ও বনানী- এই চারটি শো রুমেই ৫০% ছাড়ে যে পোশাক পাবেন ক্রেতারা।

‘র নেশন’ কর্তৃপক্ষ জানিয়েছে, আসছে শীতের পোশাকে এক্সক্লুসিভ ডিজাইনের সম্ভার নিয়ে আসছে তারা। শুধু তাই নয়, শীতকে যেহেতু বিয়ের সিজন বলা হয়, তাই বরের জন্য হাই ফ্যাশনের শেরওয়ানি নিয়ে আসছে তারা। সব মিলিয়ে ‘র নেশন’-এর কালেকশন এখন রমরমা।