বইমেলায় হালুম, টুকটুকি, ইকরি


হালুম, ইকরি, টুকটুকি এই নামগুলো বাংলাদেশের শিশুদের কাছে পরিচিত নাম। সিসিমপুর নামের টেলিভিশন অনুষ্ঠানে এই চরিত্রগুলোর কেউ বই পড়তে, কেউ মাছ খেতে আবার কেউ ভাবতে ভালোবাসে।

শিশুদের অতিপরিচিত এই চরিত্রগুলো নিয়ে এবারের গ্রন্থমেলায় বাংলা একাডেমি চত্বরে অংশ নিয়েছে সিসিমপুর প্রকাশন।

বইমেলায় শিশু প্রহরে আসছে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্ররা। আজ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত বাংলা একাডেমির বটতলায় পারফর্ম করবে সিসিমপুরে জনপ্রিয় চরিত্র হালুম, টুকটুকি, ইকরিরা। স্টলটির সামনে প্রিয় চরিত্র হালুম, টুকটকির সঙ্গে দেখা না হলেও তাঁদের ছবি সংযুক্ত বিলবোর্ডগুলোর সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারবে ক্ষুদে পাঠকরা।

মোট ৩৬টি উপকরণ নিয়ে সাজানো হয়েছে এবারের সিসিমপুরের স্টল। শিক্ষা উপকরণের পাশাপাশি এবারের মেলায় পাওয়া যাচ্ছে সিসিমপুরের সম্পূর্ণ নতুন চারটি ডিভিডি।