চোখের দেখায় সাইমন অহনা

all bangla newspaper

বাংলা চলচ্চিত্রে নতুন জুটি হিসেবে হাজির হতে যাচ্ছেন চিত্রনায়ক সায়মন সাদিক ও অভিনেত্রী অহনা। পিএ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ চলচ্চিত্রে প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন তারা। ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মানিকগঞ্জে এরই মধ্যে ছবির প্রথম লটের শুটিং শেষ হয়েছে, আর দ্বিতীয় লটের কাজ শুরু হবে আগামী মার্চের প্রথম সপ্তাহে।

চলচ্চিত্রে সায়মন অভিনয় করছেন ‘সাদমান’ চরিত্রে—একজন খেলাধুলাপ্রেমী তরুণ, যিনি অনুভূতি দিয়ে খেলা বোঝেন ও বাঁচেন। অপরদিকে অহনা অভিনয় করছেন ‘রোজ’ চরিত্রে, যে গল্পের মূল নারী চরিত্র। সায়মন বলেন, “চোখের দেখা চলচ্চিত্রের গল্পটি একেবারেই ভিন্নধর্মী। আমার চরিত্রটি অনেক গভীর ও মনোযোগ দাবি করে। দর্শক এতে আমাকে এক নতুনভাবে দেখতে পাবে।”

অহনা বলেন, “চোখের দেখা চলচ্চিত্রের গল্পে এমন আবেগ ও বাস্তবতা আছে, যা আমার অভিনয়জীবনের নতুন দিগন্ত খুলে দেবে। পরিচালক পিএ কাজল স্যার ও সহশিল্পী সায়মন দুজনেই অত্যন্ত সহযোগিতাপূর্ণ। আমি বিশ্বাস করি, এটি দর্শকের হৃদয়ে জায়গা করে নেবে।”

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন শামস সুমনশতাব্দী ওয়াদুদ, যারা গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে দেখা দেবেন। পিএ কাজল জানান, “চোখের দেখা ভালোবাসা, অনুভূতি ও বাস্তব জীবনের মিশেল। দর্শক এখানে বিনোদনের পাশাপাশি চিন্তার খোরাকও পাবে।”

এদিকে সায়মন সাদিক সম্প্রতি শেষ করেছেন সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘ব্ল্যাকমানি’ ছবির কাজ, যেখানে তার বিপরীতে আছেন কেয়ামৌসুমী হামিদ। পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে এজে রানার ‘তোমার জন্য মন কাঁদে’, ‘অজান্তে ভালোবাসা’, এবং মোস্তাফিজুর রহমান মানিকের ‘ইটিস পিটিস প্রেম’। অন্যদিকে অহনা ছোট পর্দায়ও ব্যস্ত সময় পার করছেন — বর্তমানে তিনি অভিনয় করছেন ‘উড়ামন’, ‘নোয়াশাল’, ‘জয়িতা’, ও ‘মামার বাড়ির আবদার’ নাটকে।

বাংলা চলচ্চিত্রের দর্শকরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সায়মন-অহনা জুটির নতুন এই রোমান্টিক ছবি ‘চোখের দেখা’ দেখার জন্য।