সাহিত্য

আগমনী


আগমনী

মোঃ জাহিদুল ইসলাম11905388_120712581607882_8195833421937968527_n

কল্পনার এক দীর্ঘ সময়ের বৈরী আবহাওয়ায়

একটু উষ্ণতার খোঁজে সমাগত হই ব্যস্ত প্রান্তরে;

ক্ষণে ক্ষণে অনাগত সময়ের অপেক্ষায়,

এখন আমার বৈরি সময়,

রাজপথের আল্পনার

রংগুলো ক্ষয়ে যাবার পালা,

মখমলের ন্যায় মলিন সুতোয় জড়ানো লিকলিকে শরীর হাতছানি দিয়ে ডাকে আগমনী।

দু’ফোটা জমানো জলে সিক্ত পরশ স্নাত ভোর যেন ধোয়াটে মরু প্রান্তর

অভিবাদন তোমায়-গোধূলী বেলার শেষ আলো-

দূর আকাশের ঐ মেঘ ছুঁয়ে যাওয়া প্রেয়সীর চোখ ।