সাহিত্য

মোহন্ত কাবেরী’র কবিতা (হররোজ)


হররোজ

মোহন্ত কাবেরী
প্রত্যেকদিন বিরতীহীন
যুদ্ধ চলে
মানুষের ভোর এ ফোঁড় ও ফোঁড়
কান্নার জলে

প্রত্যেকদিন মদে রঙ্গীণ
হিং¯্র আমলা
মানুষের মাথায় ইতিহাস পাতায়
অসুরের হামলা

বহু বেদনা জীবনের দেনা
দুঃখের ওয়াগন
শুধু চলছে আর বলছে
মরছে জনগণ

প্রত্যেকদিন বিরতীহীন
যুদ্ধ চলে
মানুষের ভোর এ ফোঁড় ও ফোঁড়
কান্নার জলে