সাহিত্য

মোহন্ত কাবেরী’র কবিতা (ভিন্ন ভিন্ন প্রাপ্য)


ভিন্ন ভিন্ন প্রাপ্য

মোহন্ত কাবেরী

কেউ কেউ যুদ্ধে যায়
কেউ কাশীতে
কেউ সিংহাসন পায়
কেউ ফাঁসীতে

কেউ কেউ ভালবেসে
নিজেকে ভুলে যায়
কেউ এই মৃত্যুর দেশে
অমরত্বের গান গায়

কারো মুখে সারাক্ষণ
কথার ফুলঝুড়ি
আমার ভাল নেই মন
দেশটা আগ্নেয়গিরি

আমার শান্ত সবুজ নিধুবন
জ্বলন্ত আগ্নেয়গিরি