বিনোদন

আজ ভাষা আন্দলনের নাটক ‘ছাপাখানার গন্ধ’


এনটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে ভাষার মাসের বিশেষ নাটক ‘ছাপাখানার গন্ধ’। আনিসুল হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর। অভিনয় করেছেন- সজল নুর, নাজিয়া হক অর্ষা, আতাউর রহমান, সাবেরী আলম, ওয়াহিদা মল্লিক জলি, পূজা, সানজিদ খান প্রিন্স।

কাহিনী সংক্ষেপ- পঞ্চাশ দশকে মাতৃভাষার অধিকার আদায়ের উত্তাল দিনের সংগ্রামী যুবক রফিক। পড়ালেখা ও সংসারের হাল ধরার ব্যাপারে যতটা মনোযোগী হওয়া দরকার তার চেয়ে বেশি মনোযোগী কলেজের বাৎসরিক অনুষ্ঠানের ক্ষুদিরামের ফাঁসি নাটকের রিহার্সেল নিয়ে। বাবা-মার ইচ্ছে পরিবারের বড় সন্তান রফিক তাঁদের পৈতৃক ব্যবসা বর্ণমালা প্রিন্টিং প্রেসের হাল ধরবে- বিয়ে করে সংসারি হবে। সে অনুযায়ী রফিকের জন্য বিভিন্ন সম্বন্ধের খোঁজ করেন তাঁর মা, কিন্তু রফিক সাফ সাফ জানিয়ে দেন-বিয়ে করতে হলে সে পাশের বাড়ির পানুকেই করবে। এক পর্যায়ে উভয় পরিবারের সম্মতিতে রফিক-পানুর বিবাহ পূর্ব পানচিনি অনুষ্ঠান সম্পন্ন হয়। একদিন রফিক তাঁর নাট্যগুরু প্রণব মাস্টারকে সঙ্গে নিয়ে শহরের দিকে রওয়ানা হয়, উদ্দেশ্য ছিল রফিক তাঁদের পৈতৃক ব্যবসা বর্ণমালা প্রিন্টিং প্রেসের দায়িত্ব বুঝে নেবে এবং তাঁর অতিপ্রিয় পানুর পছন্দ অনুযায়ী বিয়ের লাল শাড়ি, চুড়ি, ফিতা ও অন্যান্য সরঞ্জামাদি কিনে বাড়ি ফিরবে এবং সেই অনুযায়ী কেনাকাটা শেষ করে বাড়ি ফিরতে থাকে। কিন্তু হঠাৎই রফিকের সব ভাবনাগুলো এলোমেলো হয়ে যায়…