বিনোদন

আজ ঈশিকার গায়ে হলুদ


ছোট পর্দার প্রিয়মুখ ঈশিকার গায়ে হলুদ আজ বুধবার। এর আগে গত সোমবার, ২৮ মার্চ কায়সার খানের সঙ্গে তার আকদ সম্পন্ন হয়। বিষয়টি নিজেই নিশ্চিত করে ঈশিকা নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। কায়সার খানকে বিয়ে করেছি। সফল আকদ ও মেহেদি অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ধন্যবাদ আমার বন্ধু ও পরিবারকে।’ এই স্ট্যাটাসের পরপরই তিনি ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসে বিবাহিত উল্লেখ করেছেন।

গত সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ২৭ নম্বরে লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খানের সঙ্গে ঈশিকার আকদ হয়। এখানে শুধু দুই পরিবারের আত্মীয়স্বজন আর কাছের বন্ধুরা ছিলেন।

আগামী ৩ এপ্রিল গলফ গার্ডেনে হবে বিবাহোত্তর সংবর্ধনা। স্বামী লন্ডন প্রবাসী বলে বিয়ের পর ঈশিকাকে উড়াল দিতে হবে লন্ডনে। সেখানে তার শ্বশুরবাড়ির পক্ষ থেকে বড় পরিসরে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে।