Uncategorizedবিনোদন

এবার ভাঙল শিমুল-নাদিয়ার সংসার


ভেঙে গেল জনপ্রিয় অভিনেত্রী-নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং মনির খান শিমুলের সংসার। শিমুল-নাদিয়া ২০০৩ সালে পরস্পরের প্রেমে পড়েন। দীর্ঘদিন এই জুটি প্রেম করে ২০০৮ সালে তারা বিয়ে করেন। গত বছর তাদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে এ ব্যাপারে তারা দুজনেই বিষয়টি গোপন করেন। অবশেষে আইনি পক্রিয়ায় তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়েছে বলে তাদের ঘনিষ্ঠসূত্রে জানা গেছে।nadia-shimul 21750_e1

দীর্ঘ পাচঁ বছরের প্রেমের পরিনতি ছিল আনন্দের বিয়ে। অবশেষে এই তারকাজুটির সংসারও টিকলো না। মূলত মতানৈক্যের জের ধরেই প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ হয়। নাদিয়া ও শিমুলের ঘনিষ্টরা জানিয়েছেন, নাদিয়া ও শিমুল দীর্ঘদিন আলাদাভাবে বসবাস করতেন। মাঝে তাদের বিবাদ মিটে যায়। আবারও তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়। এবার তারা দুজনই আইনিভাবেই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।

বর্তমানে নাদিয়া অভিনয় ও নাচ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। অন্যদিকে শিমুল নিজের ইভেন্ট ব্যবসা নিয়েই আছেন।