বিনোদন

ঐশ্বর্য-অভিষেকের বিবাহ বার্ষিকীতে উচ্ছ্বাসিত অমিতাভ


গতকাল ২০ এপ্রিল ছিল ঐশ্বর্য-অভিষেক বিবাহ বার্ষিকী। তাদের বিবাহ বার্ষিকী-তে নস্ট্যালজিক অমিতাভ। শুভেচ্ছা জানান পুত্রও পুত্র বধূকে।।

চোখের পলকে ৯ টা বছর পার হয়ে গেল। ২০০৭-এর (২০ এপ্রিল) আজকের দিনটিতে সাত পাকে বাঁধা পড়েছিল অ্যাশ-অভি। কিন্তু বিগ-বি-এর কাছে এই তো সেদিন ওদের বিয়ে দিলাম। আজ ও বাবা-মা। স্মৃতির সিঁড়ি বেয়ে বিগ-বি ব্লকে লেখেন, ‘আজকের এই স্পেশাল দিনের জন্য সকাল থেকেই উৎসব পালন করব। ঐশ্বর্যর সঙ্গে বিয়ে এবং আরাধ্যা হওয়ার পর এখন আমার পরিবার সম্পূর্ণ। আমি এখন পৃথিবীর সবথেকে খুশি মানুষ। বিয়ে শুধুমাত্র দুটো মানুষের মধ্যে হয় না। বিয়ে মানে দুটো পরিবারেরও মিলন। দুটো পরিবারের মধ্যে বন্ধন। দুটো পরিবারকে আরও কাছাকাছি আনে বিবাহ। একে অপরকে এক সুতোয় সারাজীবন বেঁধে রাখার ক্ষমতা একমাত্র বিয়েরই রয়েছে। প্রত্যেক বছর আমরা এই বিশেষ দিন গুল সেলিব্রেশন করি। এটা আমাদের কাছে একটা উৎসবের দিন। তাই এই দিনটাকে আরও স্পেশাল করে তুলতে পরিবারের সবাই একসঙ্গে এই দিনটা সেলিব্রেট করি”।