প্রবাস

ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি কবি সহিদ রাহমান, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম

শুভ সকাল ডেস্কঃ কানাডার ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন কবি সহিদ রাহমান। সাধারণ সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম। ১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ-ক্যুইবেক প্রাদেশিক শাখার দিনব্যাপী সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়।
এতে দলের সদস্যদের সমর্থনে সর্বসম্মতিক্রমে কবি, গীতিকার ও নাট্যকার সহিদ রাহমান সভাপতি ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া ক্যুইবেক আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন।এ সময় ক্যাফে রয়েল রেস্টুরেন্ট,৫৪৭৩ অ্যাভিনিউ রয়েলমাউন্ট,মাউন্ট রয়েল,মন্ট্রিয়লে উপস্থিত সদস্যরা আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন।

সভাপতির দায়িত্ব দেওয়ায় সদস্যসহ কানাডা ও ক্যুইবেক আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কবি সহিদ রাহমান বলেন,আপনারা যে গুরুদায়িত্ব আমার ওপর অর্পণ করলেন,তা আমি সার্বিকভাবে পালন করবো।

এরপর গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া,সহ-সভাপতি পদে মোঃময়নুল ইসলাম,মোঃআব্দুর রহিম,রতন ধর,আবুল কালাম আজাদ চৌধুরী,জালাল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক আজিম আহমেদ,সাংগাঠনিক সম্পাদক আলামিন শিকদার এবং কোষাধ্যক্ষ আনিসুর রহমান পদসহ নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন।৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সকল সদস্যরা কানাডা আওয়ামী লীগের সভাপতির ওপর সর্বসম্মতভাবে দায়িত্ব অর্পণ করেন।সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নাম প্রস্তাব ও সমর্থনের জন্য সদস্যদের আহ্বান জানালে কানাডা আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল হাসান চৌধুরী মঞ্চে উঠে ওই পদে কবি সহিদ রাহমান ও তাজুল ইসলাম-এর নাম প্রস্তাব করেন।তা সমর্থন করেন কানাডা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাশরিকুল আলম রোমান।এ সময় কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান পরপর তিনবার বলেন,এ পদের আর কোনো প্রস্তাব আছে কি না তা জানতে চান।

এ পদের আর কোনো নাম প্রস্তাব না আসায় কবি সহিদ রাহমানকে সভাপতি পদে ও সাবেক ছাত্রলীগ নেতা তাজুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করেন গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া।এ সময় তুমুল করতালি আর স্লোগানে পুরো ক্যাফে রয়েল রেস্টুরেন্ট মুখরিত হয়ে ওঠে।কানাডা আওয়ামী লীগের সভাপতি,ক্যুইবেক আওয়ামী লীগের নতুন সভাপতি সহিদ রাহমান,সাধারণ সম্পাদক তাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির নেতারা ক্যাফে রয়েল রেস্টুরেন্টে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।কানাডা আওয়ামী লীগ সভাপতি সম্মেলনস্থলে উপস্থিত হয়েই সোজা গিয়ে দাঁড়ান ক্যাফে রয়েল রেস্টুরেন্টের সামনে ডানদিকে জাতীয় পতাকার স্ট্যান্ডের পাশে এবং আওয়ামী লীগের দলীয় পতাকার স্ট্যান্ড,সেটির পাশে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্যুইবেক আহবায়ক কমিটির আহবায়ক ও সম্মেলন সভাপতি মোঃময়নুল ইসলাম।আগে থেকেই কানাডা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল আলী,সৈয়দ রহমত উল্লাহ,সাংগঠনিক সম্পাদক ইয়াহিয়া আহমেদ,কোষাধ্যক্ষ বজলুর রশিদ বেপারি,কৃষি সম্পাদক আব্দুল গণি,শ্রম বিষয়ক সম্পাদক ফয়জুল ইসলাম,ক্রীড়া সম্পাদক গোলাম মোহাম্মদ মোতাহির মিয়া,কানাডা আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলির সদস্য এ.বি.বশির উদ্দিন,কানাডা আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন নান্নু,মাসুদ সিদ্দিকী,অন্টারিও আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল,সহ-সভাপতি গোলাম সরওয়ার,সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম,অন্টারিও আওয়ামী লীগ নেতা নওশাদ উদ্দিন রতন,বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার দেব,মুক্তিযুদ্ধের গবেষক ও লেখক তাজুল মোহাম্মদ,কানাডা চৌদ্দ দলীয় জোট নেতা ও সাবেক ছাত্র নেতা জিয়াউল হক জিয়া,সাবেক ছাত্র ইউনিয়ন নেতা বাবলা দেব,কানাডা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফাইজুল করিম,বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি দীপক ধর অপু স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে যান।এরপর ‘আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি…..’জাতীয় সঙ্গীতের তালে তালে কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া জাতীয় পতাকা এবং সম্মেলন সভাপতি মোঃ ময়নুল ইসলাম দলীয় পতাকা উত্তোলন করেন।এরপরই গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া ও মোঃ ময়নুল ইসলামসহ নেতারা রঙিন বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়ানোর পর আনুষ্ঠানিকভাবে একদিনব্যাপী সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়া।সম্মেলন কার্যক্রম শুরু করার পূর্বে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ,শোক প্রস্তাব,১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সপরিবারে নিহত ২৬জন শহীদ,ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নিহত মুক্তিযুদ্ধের অন্যতম জাতীয় চার বীর সেনানী,২১ আগস্ট গ্রেনেড হামলায় বেগম আইভী রহমানসহ নিহত ২৪জন শহীদ,ভাষা আন্দোলনে শহীদ,একাত্তরের মুক্তিযুদ্ধে নাম জানা-অজানা শহীদ ও স্বাৈরাচারবিরোধী আন্দোলনে শহীদসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে অনুষ্ঠানে এক মিনিট নিরবতা পালন করা হয়।কানাডা ও যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবি জানিয়েছেন ক্যুইবেক আওয়ামী লীগের নতুন কমিটি।মন্ট্রিয়lলে,সম্ভবত সমগ্র কানাডায় আবহাওয়া ছিল চমৎকার।

আকাশ সম্পূর্ণ মেঘমুক্ত ছিল না,ছিল নীলাভ ধূসর।হালকা সাদা মেঘের আস্তর ছিল আকাশে।ক্যাফে রয়েল সামনে থেকে দেখা যাচ্ছিল উদ্যানের অতি উঁচু গাছপালার গাঢ় সবুজ পাতা।ঠিক যেনো বাংলাদেশের পতাকার জমিন যে রঙের।এরপর মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন,মন্ট্রিয়lলের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাফিনা করিম।