বিনোদন

কয়েদি হিসেবে সালমানের নাম্বার ২১০


বলিউডের অভিনেতা সালমান খানের জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে ‘কয়েদি নাম্বার ২১০’ ছবি নির্মাণ করছেন বলিউডের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক প্রকাশ ঝা। ১৯৯৯ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিংয়ের সময় বিরল প্রজাতির ব্ল্যাকবাক হরিণ শিকার করায় সালমানের বিরুদ্ধে যোধপুরে মামলা হয়। এ জন্য তিন দিন কারাগারে বন্দি থাকতে হয়েছিল তাঁকে। সেখানে একই সেলে হত্যা মামলার আসামি মহেশ শিয়ানির সঙ্গে ছিলেন সালমান। সম্প্রতি সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন মহেশ।

কারাগারে ২১০ নম্বর কয়েদি হিসেবে তিন দিন ছিলেন সালমান। সেখানে তাঁর থাকার অভিজ্ঞতা নিয়েই নির্মিত হচ্ছে ‘কয়েদি নাম্বার ২১০’। ছবির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে উসমান খানকে।

সম্প্রতি কারাগারে সালমানের সঙ্গে থাকার অভিজ্ঞতার কথা জানিয়ে মহেশ বলেন, সালমানের সঙ্গে জেলের ভেতর ক্যারম খেলতেন তিনি। জেলের সব আসামির সঙ্গে হৃদ্যতাপূর্ণ আচরণ করতেন সালমান। তিনি মহেশসহ আরও কয়েকজন আসামির জামিনের জন্য অর্থ দেবেন বলেও কথা দিয়েছিলেন।

মহেশ আরও বলেন, জেল থেকে চলে যাওয়ার আগে তাঁকে নিজের পরনের পোশাক দিয়েছিলেন সালমান। শুধু তা-ই নয়, তিনি স্মৃতিচিহ্ন হিসেবে মহেশের পোশাকও নিয়ে গিয়েছিলেন।