আন্তর্জাতিক

তাজমহল ঘষা হবে কাদা দিয়ে!


Shekhar Baidya1বায়ুদূষণের ফলে শ্বেত-শুভ্র তাজমহলের ওপর যে হলদে দাগ লেগেছে, তা ঠিক করতে ৯ বছর সময় লাগবে! এমনটাই জানিয়েছেন প্রতœতত্ববিদেরা। জানা গিয়েছে, তাজমহলের ওপর জমা হলদে দাগ সরাতে ‘মাড-থেরাপি’ বা বিশেষ ধরনের কাদা-চিকিৎসা করতে হচ্ছে। প্রতœতত্ববিদেরা জানিয়েছেন, এই পদ্ধতিতে তাজমহলের প্রধান গম্বুজ ও চার মিনার ঠিক করতে এই দীর্ঘ সময় লাগবে।
তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে এক সর্বভারতীয় দৈনিকের দাখিল করা আবেদনের ভিত্তিতে কেন্দ্রের তরফে জানানো হয় যে, গত এপ্রিল মাসে সংসদের স্থায়ী কমিটি (পরিবেশ) তাজমহলের রক্ষণাবেক্ষণের অন্তবর্তীকালীন অ্যাকশন প্ল্যান পেশ করতে। সেখানে বলা হয়, এই মাড প্যাক থেরাপিকে প্রতি ৬-৭ বছর অন্তর করতে হবে।
ভারতীয় প্রতœতত্ব বিভাগের (এএসআই) এক শীর্ষ কর্তা জানান, এই প্রথম মাড থেরাপি ব্যবহার করা হবে। তিনি বলেন, এই প্রণালীতে একেবারেই ক্ষতিকারক পদার্থ নেই। ফলে, তা অত্যন্ত নিরাপদ। জানা গিয়েছে, প্রধান গম্বুজটির ট্রিটমেন্ট করতে অন্তত এক বছর সময় লাগবে। এরপর, চারটি মিনারের প্রত্যেকটির জন্য ১০ মাস সময় লাগবে।