বিনোদন

থিয়েটার হলে মাহি!


শুভ সকাল রিপোর্টঃ এ সময়ের ব্যস্ত চিত্রনায়িকা মাহিয়া মাহি যেন, ‘আসলেন, দেখলেন আর জয় করলেন’। অর্থাৎ কোন রকম অভিনয় অভিজ্ঞতা ছাড়াই তিনি চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন। আর তাঁর প্রথম ছবি ‘ভালোবাসার রং’-এর মাধ্যমেই দর্শকের মনে জায়গা কওে নেন।

সেই জয়যাত্রা আজও থামেনি। ভারত-বাংলাদেশ মিলে একের পর এক হিট ছবি উপহার দিচ্ছেন। এই যখন মাহির চলচ্চিত্র ক্যারিয়ার ঠিক তখনই থিয়েটারের প্রযোজনীয়তা হলো কেন, এমন প্রশ্ন অনেকের মনে। আসলে শিরোনাম দেখে অবাক হওয়ার কিছুই নেই। মাহির এখন আর তেমন কোন সময় নেই, যে তিনি থিয়েটারে সময় দেবেন।

তবুও গত ২ মার্চ রাতে পাওয়া গেল বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। এসময় মঞ্চস্থ হয় ঢাকা পদাতিকের দর্শকপ্রিয় নাটক ‘পাইচো চোরের কিচ্ছা’। তবে সেখানে মাহি কোন পারফর্ম করতে যাননি।

এাহি আনন্দবাজারকে বলেন, ‘আসলে এই নাটকে আমার কাছের এক বন্ধু অভিনয় করেছে। কোন শুটিং ছিল না বলে নাটকটি দেখতে এসেছি। এবারই প্রথম আমি মঞ্চনাটক দেখলাম। খুব ভালোলেগেছে। এখন বুঝতে পারছি অভিনয় শেখার জন্য মঞ্চের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আমি সুযোগ পাই নি মঞ্চে কাজ করার। তবে মন চাইলে ভবিষ্যতে মঞ্চে কাজ করতেও পারি।’

লিখেছেন- মাসিদ রণ