জেনে নিনলাইফ স্টাইল

প্রাকৃতিক উপায়ে মশা তাড়ান


মশার উপদ্রবে অতিষ্ট? দিন-রাত পুরসভাকে দুষেও কোনও লাভ হচ্ছে না। মশার কামড় থেকে নিস্তার নেই কারও। হাজার এক মসকিউটো রিপেলেন্ট ব্যবহার করা হচ্ছে ঠিকই, কিন্তু অনেকের মাথাতেই ঘুরপাক খাচ্ছে, মসকিউটো রিপেলেন্টের ধোঁয়া আবার শিশু বা বয়স্কদের জন্য ক্ষতিকারক হবে না তো।
সে ক্ষেত্রে প্রাকৃতিক মসকিউটো রিপেলেন্ট বানাতে পারেন বাড়িতেই। দু’টি মাত্র সামগ্রীই আপনার সব মুশকিল আসান করবে। আবার এগুলি সহজলভ্যও।

একটি পাতিলেবু এবং লবঙ্গ নিন। পাতিলেবুটিকে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। এর পর সেই পাতিলেবুতে একাধিক লবঙ্গ গুঁজে দিন। এর পরই পাতিলেবু দু’টিকে ঘরে রাখলে মশা সেখানে ঘেষার সাহস দেখাতে পারবে না। এতে মশা ছাড়া কারও ক্ষতির কোনও সম্ভাবনাই নেই।

– এই সময় অবলম্বনে