বিনোদন

শাকিবের জীবনী নিয়ে চলচ্চিত্র


নির্মাতা এমএ রহিম এবার নির্মাণ করতে যাচ্ছেন ঢালিউডের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের জীবনী নিয়ে চলচ্চিত্র।‘রানা-দ্য ফাইটার’ শিরোনামের এ সিনেমায় নায়ক থাকবেন সুপার স্টার শাকিব খান। তাঁর বিপরীতে অভিনয় করবেন জানভী। শাকিব খানের প্রকৃত নাম মাসুদ রানা। চলচ্চিত্রে এসে তাঁর নাম রাখা হয় শাকিব খান। এরপর থেকেই শাকিব খান নামেই তিনি প্রতিষ্ঠিত হন। একজন সাধারণ ছেলে থেকে কীভাবে আজকের এই দেশ সেরা নায়ক ‘শাকিব খান’ হলেন? এ প্রশ্নের উত্তর পেতে দেখতে হবে ‘রানা-দ্য ফাইটার’ সিনেমাটি।sakib

পরিচালক এমএ রহিম বলেন, ‘সিনেমাটি শাকিব খানের জীবনী নিয়ে নির্মাণ করতে যাচ্ছি। শাকিব ভক্তদের আগ্রহ শাকিব খানের জীবনী নিয়ে। তাই এ সিনেমাটি নির্মাণ করছি।’ তিনি আরও বলেন, ‘দেশের পরিস্থিতি ভালো থাকলে এপ্রিল থেকে সিনেমাটির শুটিং করা হবে।’ অন্যদিকে গত বছরে জানভী অভিনীত সিনেমা ‘জানে এই মন’ ব্যবসাসফল হওয়ার পরে এ বছরে প্রথম ‘রানা-দ্য ফাইটার’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন।

জানভী বলেন, ‘আমার ভালো লাগছে দেশ সেরা নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছি। শিগগিরই গানের শুটিংয়ের মাধ্যমে সিনেমাটির মহরত করা হবে।’

এ সিনেমায় মোট পাঁচটি গান রয়েছে। এ গানগুলোর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। সুর ও সঙ্গীতায়োজনে আহমেদ হুমায়ুন।