Uncategorized

সজীব দেবনাথের কবিতা (তুমি)


Sajib Deb Nath (9)
সজীব দেবনাথ

তুমি

তুমি কোন এক নামহীন কবির কবিতা

নীল আকাশের তারায় ভরা রাত,

তুমি ছায়াপথের নিহারীকা

আমার ভালোবাসার অধিপ্রানবাদ ।

তুমি কোন এক সাগরে ভেসে থাকা দ্বীপ

চৈত্রি মাসের তৃতীয়া তিথির শশী

তুমি পাতাহীন গাছের সদ্য ফোটা নতুন কুড়ি

উদাসী দুপুরে মিষ্টি সুরের পাগল করা বাঁশি।

তুমি টেন পার্ক ভেলীর টলমলে জল

বর্ষায় কদম গাছের প্রথম কদম ফু্‌ল,

তুমি স্নিগ্ধ ভোরে ঘাসের উপর ঝুলে থাকা শিশির কনা

ঢেউ এসে ছুঁয়ে যাওয়া সাগরের কুল।

তুমি বসন্তে কৃষ্ণচূরার শাখা প্রশাখায় ফোটে উঠা রক্তিম ফুল

ফাল্গুনী হাওয়ায় আলতো করে ছুয়ে যাওয়া সাদা কাশ বন,

তুমি চৈতালির খাঁ খাঁ রুদ্রে এক ঝাপটা ঠাণ্ডা হাওার আলতো ছুয়া

টিনের চালে নিঝুম রাতের ভারি বর্ষণ।

তুমি ফাল্গুনি হাওয়ায় পরশে নদীর উপর অগনিত ঢেউের লহর

অঝর বৃষ্টিতে ভেলা নিয়ে নদী পার হওয়া,

তুমি ভেনিস শহরের উপর দিয়ে বয়ে যাওয়া নদীতে ডিঙি নৌকায় পারাপার

ছেরা পালে নৌকা ছেড়ে ভাটিয়ালি গাওয়া।

তুমি শাওন রাতে জেগে থাকা কালোমেঘের ডাক

বৃষ্টি ভরা মেঘলাকাশে রক্তিম অস্তরাগ,

শরৎ এর আকাশে শুভ্র মেঘেদের খেলা

মনে আঁকা মেঘ বালিকার সহস্র অনুরাগ।

তুমি সুন্দরযে ভরা নিউজিলেন্ডের গলো ওয়ার্ম কেইভ

ভিয়েতনামের হা লংগ বেই,

তুমি সজীব রাতের রূপার আলো

যাতে অবিশ্রান্ত হাঁসির মাঝে ক্লান্তি চিহ্ন নেই।

 

……………………………………………………………………ৈ……………………….

সজীব দেবনাথ আশির দশকের শেষের দিকে ২০ ডিসেম্বর মামার বাড়িতে জন্ম গ্রহন করেন।পৈতৃক বাড়ি গলহা গ্রামের মধ্যনগর থানার সুনামগঞ্জ জেলায় হলেও বড় হয়েছেন নেত্রকোনা জেলায়।কর্ম জীবন সূত্রে তার পিতা রঞ্জিত দেবনাথ একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মাতা রীনা রানী দেবী এক জন পোস্ট মাস্টার।৩ ভাইবোনের মাঝে তিনি প্রথম।ছোটবেলা থেকেই তিনি মেধার স্বাক্ষর রেখে চলছেন।‘ফাগুনের কাছাকাছি’ লেখকের প্রথম কবিতার বই।ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক শেষ করে ২০১০ সালে উচ্চ শিক্ষার জন্য ইংল্যান্ডে পাড়ি জমান।ইউনিভার্সিটি অফ সেন্ট মার্ক এন্ড সেন্ট জন্স থেকে ২০১৫ সালে এম বি এ শেষ করেন।ছোট বোন একজন শিক্ষিকা ছোট ভাই জুটন দেবনাথ স্নাতকোত্তরে অধ্যানরত।

ইমেইলঃdebnathsajib@gmail.com

থিম……………….

“যখন নিজেকে দেখি মন বলে প্রেম ভালোবাসা তোর জন্য না রে বোকা,

আর যখন তোমায় দেখি মন বলে তোমার প্রেমে হাবুডুবু খেয়ে মরার জন্যই জন্মেছি”

উৎসর্গ ……………

বাবা,মা,ভাই-বোন,অনুশ্রী দেবনাথ(পৌষি)আর রূপা কে।

………..

প্রচ্ছদ ………জুটন দেবনাথ