খেলাধুলা

স্টেডিয়ামে মুস্তাফিজের বাবা-মা !


সুদূর সাতক্ষীরা থেকে ছেলের খেলা দেখতে ঢাকায় আসেন মুস্তাফিজুর রহমানের বাবা-মা। মুস্তাফিজের বাবা-মার মাথে তার পরিবারের অনেক সদস্যই এখন মিরপুর স্টেডিয়ামে খেলা দেখছেন।

স্টেডিয়ামে বাবা-মাকে সাক্ষী রেখে নিজের একটি ইচ্ছা পূরণ করতে চান বিস্ময় বালক মুস্তাফিজ। তবে তিনি সে পথেই হাঁটছেন। কেননা সর্বশেষ খবরে দেশের পক্ষে একমাত্র উইকেটটি নিয়ে ভারতীয় ওপেনিং ঝুটি ভেঙে দেন এই মুস্তাফিজুর রহমান।

মুস্তাফিজুর রহমান এর আগে বলেছিলেন তিনি বিরাট কোহলির উইকেটটি চান। বাংলাদেশ-ভারতের প্রথম ওয়ানডেতে কোহলিকে ফেরান তাসকিন।

দ্বিতীয় ওয়ানডেতে কোহলিকে ফেরান নাসির। ভারতের ১৩ ওভার খেলা শেষে ভালোভাবেই ব্যাট করে যাচ্ছেন কোহলি। তবে স্টেডিয়ামে বাবা-মাকে সাক্ষী রেখে কোহলিকে আউট করার ইচ্ছাটি তার পূরণ হবে কিনা সেটা দেখার বিষয়।

উইকেট পেয়ে রেকর্ড গড়লেও শেষ ওয়ানডেতে কোহলির উইকেটটি না পেলে এ নিয়ে নিশ্চই বিষন্ন হবেন সাড়া জাগানো বোলার মুস্তাফিজ। তার বাবা আবুল কাসেম গাজী, মা মাহমুদা খাতুন ও বড় ভাই মাহফুজুর রহমানসহ অনেকেই স্টেডিয়ামে মুস্তাফিজুরের বোলিং ঝলক দেখছেন।

এমটিনিউজ২৪ অবলম্বনে