কী অদ্ভুত!

১৪ হাজারে বিমানবন্দর !


বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত বিমানবন্দর বিক্রি হতে যাচ্ছে মাত্র ১৪ হাজার ডলারে! এমন পানির দরে বিমানবন্দর! তাও আবার ইউরোপের দেশ স্পেনে?

হ্যাঁ, অবাক করার মতো বিষয় হলেও ঘটনাটি কিন্তু সত্যি। স্পেনের চলমান অর্থনৈতিক মন্দার কারণে এই দুরাবস্থা। বিপর্যয়ের মুখে রয়েছে দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষও।

স্পেনের রাজধানী মাদ্রিদ থেকে ২৩০ কি.মি. দক্ষিণে ২০০৮ সালে এই বিমানবন্দরটি নির্মাণ করা হয়। পরে ২০১১ সালে তা বন্ধ হয়ে যায়।

প্রথমে বিমানবন্দরটি ৮০ মিলিয়ন ইউরো দর হাঁকা হলেও ১০ জুলাই পর্যন্ত এই দামে কেউ এটি কিনতে রাজি হয়নি। অবশেষে নিলামে তোলা হয় বিমানবন্দরটি।

ব্রিটিশ ও এশিয়ার কয়েকজন বিনিয়োগকারী যৌথভাবে বিমানবন্দরটি ১৪ হাজার ডলারে কিনতে রাজি হয়। নিলামে আর কেউ অংশগ্রহণ না করায় একরকম পানির দামেই বিক্রি হয় বিমানবন্দরটি।

তবে স্পেনের একটি বাণিজ্যিক আদালত নিলামটি আটকে দিয়েছে। তারা আশা করছে, হয়তো আরেকটু বেশি দামে কেউ কিনতে রাজি হবেন।

এই নিলামের আওতায় ক্রেতারা রানওয়ে, হ্যাঙ্গার, এটিসি ও অন্যান্য বিল্ডিংগুলোর মালিকানা পাবে। তবে তারা টার্মিনাল ও পার্কিং ফ্যাসিলিটি পাবে না। সূত্র: জি নিউজ

-এমটিনিউজ২৪.কম অবলম্বনে