বর্তমান সময়ে যে কজন তরুণ তাঁদের অভিনয় প্রতিভা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছেন, তাঁদের অন্যতম তিনি। মডেলিং, অভিনয় আর ফেসবুকে সরব উপস্থিতি দিয়ে তরুণদের কাছে প্রিয় তারকায় পরিণত হতে বেশি সময় লাগবে না আশফাক রানার। তার সম্পর্কে অজানা কিছু জানাচ্ছেন মাসিদ রণ
পুরোনাম : আশফাক রানা
জন্মদিন : ২০ আগস্ট
পড়াশোনা : হিসাব বিজ্ঞানে অনার্স
অনুপ্রেরণা : পরিবার
মজার কোনো স্মৃতি : প্রায়ই মানুষের সামনে বাইক নিয়ে স্ট্যান্ট দেখাতে গিয়ে উল্টে পড়ে যাই। তখন ব্যাপারটা লজ্জার হলেও পরে তা মনে করে একা একা হাসি
প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা : গ্রামীনফোনের সহজ প্যাকেজের বিজ্ঞাপনের জন্য প্রথম ক্যামেরার সামনে দাড়াই। বাসা থেকে অনেক প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে এসেছিলাম। প্রথম দিন বলে কথা! কিন্তু সেটে এসে দেখি অসংখ্য ছেলে এসেছে এই টিভিসিতে কাজ করতে। অনেক কষ্ট পেয়েছিলাম সেদিন। ওই টিভিসিতে আমাকে কোনমতে এক পলক দেখা যায়। তাই প্রথম দিনের অভিজ্ঞতা আমার ভালো ছিল না।
সম্প্রতি পড়া বই : বই একদমই পড়ি না। আমার বিরক্ত লাগে।
বার বার শোনা গান : তাহসানের অনেক গান আছে যা বার বার শুনতে ভালো লাগে
ফ্রি সময় পেলে কি করেন : ক্রিকেট খেলি নয়ত বাইক নিয়ে দূরের পথে বেরিয়ে পড়ি
যাকে ছাড়া লাইফ ইম্পসিবল : বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। কারণ আমার সব বন্ধুই অনেক বেশি ভালো আর হেল্পফুল
নিজের যে বিষয়টি নিজেরই খুব প্রিয় : কারো মন যতোই খারাপ থাকুক না কেন, আমি অল্প সময়ের মধ্যে তার মন ভালো করে দিতে পারি। এই গুনটি আমার খুব ভালোলাগে
জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা : ‘চাই শুধু তোমাকে’ আর ‘জয় হবেই’ গানের ভিডিওতে মডেল হওয়ার পর ব্যাপক সাড়া পেয়েছি। এটাই আমার টার্নিং পয়েন্ট বলে মনে হয়
২০১৬ শেষে নিজেকে যেখানে দেখতে চাই : নিজের ছবি বড়পর্দায় দেখতে চাই। ইতোমধ্যে দুটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট হাতে পেয়েছি, দেখি শেষ পর্যন্ত কি হয়
ভক্তদের নিয়ে মজার অভিজ্ঞতা : ভক্তদের জন্যই তো আমি। তাদের সঙ্গে কাটানো প্রতিটি মূহুর্তই আমার কাছে উপভোগ্য।
You must be logged in to post a comment.