বিজ্ঞান-প্রযুক্তি

এলিয়েন আছে !


এলিয়েন আছে। আর ২০২৫-এর মধ্যে তার সুস্পষ্ট প্রমাণ দেবে নাসা। এমনটাই দাবি করলেন নাসার মুখ্য বৈজ্ঞানিক এলেন স্টোফান। তাঁর কথায়, ‘‘পার্থিব জগতের বাইরে প্রাণ রয়েছে সে ব্যাপারে আমরা ক্রমশই নিশ্চিত হচিছ। আগামী দশ-কুড়ি বছরের মধ্যে তা প্রমাণ করতে পারব বলে আশা।
ভিনগ্রহে প্রাণ নিয়ে জনমানসে কৌতূলের শেষ নেই। কল্পবিজ্ঞানের সৌজন্যে সেই সব জীবদের আকার কল্পনা করে ছবিও হয়েছে। মাঝে-মধ্যেই আকাশে চাকতির মতো কোনও ঝাপসা ‘ফুটেজ’ নিয়ে তর্ক-বিতর্কের ঝড়ও বইছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তবে এখনও পর্যন্ত ভিন গ্রহে প্রাণের সন্ধান সুস্পষ্টভাবে মেলেনি। কিন্ত্ত বিজ্ঞানীদের আশা গবেষণায় সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। এখনও বেশ খানিকটা সময় লাগবে এই যা।
নাসার মুখ্য বৈজ্ঞানিক এলেন একটি আলোচনাসভায় জানান, এই মুহূর্তে জোড়কদমে ভিন গ্রহে প্রাণের সন্ধান শুরু করেছে নাসা। খুব সামান্য হলেও ইতিবাচক পর্যায়ে রয়েছে খোঁজ। তিনি বলেন, “কোথায়, কীভাবে খোঁজ করতে হবে তা আমরা জানি। আমাদের কাছে প্রযুক্তি রয়েছে। শুধু সঠিকভাবে তার প্রয়োগ দরকার।”
গবেষণা যেভাবে এগোচেছ তাতে অদূর ভবিষ্যতে বিশাল এই ব্রম্ভাণ্ডের  কোথাও না কোথাও প্রাণের সন্ধান মিলবে আশাবাদী নাসার আর এক শীর্ষ পদাধিকারী জন গ্রানসফেল্ড। তাঁর কথায়, গবেষণা অনেক দূর এগিয়েছে। সৌরজগতের বহু রহস্যই ভেদ হয়েছে। মঙ্গল-সহ বেশ কিছু গ্রহে শুকনো নদীখাতের সন্ধান মিলেছে। যা প্রমাণ করে কখনও না কখনও সেখানে জল ছিল। এই সমস্ত টুকরো টুকরো অনের তথ্য নাসার হাতে আসছে, যা একসঙ্গে করলে প্রাণের স্বপক্ষে প্রমাণ পাওয়া যায়।
 -কালের কন্ঠ অবলম্বনে