খেলাধুলা

কঠিন চ্যালেঞ্জে মুস্তাফিজ


ভারতীয় ক্রিকেটে অশ্বিনের আগমণটা হঠাৎ করেই। এরপর  বোলিংয়ে মুগ্ধ করে দ্রুত নিয়মিত খেলোয়াড়ের পরিণত হন অশ্বিন।

 

ভারতীয় মিডিয়ার দাবি, অশ্বিনের আগমণে জায়গা হারাতে হয় হরভজন সিংকে। ক্যারিয়ারের শুরুর দিকে অশ্বিন ছিলেন অপ্রতিরোধ্য। কিন্তু কিছুদিন যাওয়ার পর বল হাতে আর আগের মত দূত্যি ছড়াতে পারেননি। ফলে জায়গা হারাতে হয় তাকে। তবে আবারও ফিরে এসে জানান দেন এখনো ফুরিয়ে যাননি তিনি। ক্যারিয়ারের উত্থান-পতন বেশ ভালোমত টের পেয়েছেন। তাই এখন সে অনুযায়ী কাজ করছেন।

এদিকে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে নিয়ে বেশ আশাবাদী অশ্বিন। তবে তার সামনে কঠিন চ্যালেঞ্জ আছে বলে উল্লেখ করেন অশ্বিন। ডানহাতি এই অফস্পিনার মঙ্গলবার মিরপুরে বলেন, ‘সে (মুস্তাফিজ) খুব ভালো বোলার। আন্তর্জাতিক ক্রিকেটে সে ভালো করবে। তবে সামনে তার জন্যে অনেক কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। যেভাবে সে শুরু করেছে সেই ধারায় তাকে থাকতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে এরকম চ্যালেঞ্জের কথা আমার থেকে ভালো কে জানে!’

তবে বাংলাদেশের ক্রিকেটে তার আবির্ভাবকে ইতিবাচক হিসেবে দেখছেন ভারতের হয়ে ৯৮টি ওয়ানডে ক্রিকেট খেলা অশ্বিন। অশ্বিনের ভাষ্য, ‘বাংলাদেশ গত কয়েকবছর যা করতে পারছিল না, সেটা এখন করছে। ধারাবাহিকভাবে তারা ভালো খেলছে। এজন্য তরুণ ক্রিকেটারদের অবদান সবচেয়ে বেশি। তাসকিন, মুস্তাফিজ এরা সবাই বেশ ভালো বোলার। তাদের সম্মান করতে হবে। তারা সবাই সারপ্রাইজ হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এসেছেন।’

– রাইজিংবিডি ডট কম অবলম্বনে