বিনোদন

‘শেষের কবিতা’র অমিত-লাবণ্য


কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পাঠকপ্রিয় উপন্যাস ‘শেষের কবিতা’ অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম ‘লাবণ্য’। এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন বড়–য়া প্রনোজিৎ ইমন। টেলিফিল্মটিতে অমিত চরিত্রে অভিনয় করেছেন নাঈম এবং লাবণ্য অর্থাৎ টেলিফিল্মের নাম ভূমিকায় অভিনয় করেছেন লাক্স তারকা নাদিয়া আফরিন। এরই মধ্যে টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। নাঈম বলেন, ‘বহুবার রবী ঠাকুরের শেষের কবিতা উপন্যাসটি আমি পড়েছি। স্বপ্ন ছিল অমিত চরিত্রে অভিনয় করার। ইমন দাদা আমাকে সে স্বপ্ন বাস্তব করতে সহযোগিতা করেছেন। তাতে সত্যিই আমি মুগ্ধ। আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তুলতে। জানি না কতটুকু পেরেছি। তবে দর্শক যেন ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন।’

নাদিয়া আফরিন বলেন, ‘নাঈম ভাইয়ের সঙ্গে এটা আমার প্রথম কাজ। রবীন্দ্রনাথের সাহিত্য নিয়েও প্রথম কাজ করা। তাছাড়া অভিনয়ে আমি একেবারেই নতুন। তবুও চেষ্টা করেছি চরিত্রটি যথাযথভাবে উপস্থাপন করতে। পুরো টিম আমাকে খুব সহযোগিতা করেছেন। আশা করি টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে।’ পরিচালক বড়–য়া প্রনোজিৎ ইমন জানান টেলিফিল্মটি আগামী ২০ মার্চ দুপুরের খবরের পর চ্যানেল আইতে প্রচার হবে।